আমরা নারী, সব পারি! "যে রাঁধে, সে চুলও বাঁধে' অনেক পুরনো কথা। জন্মের পড় থেকে ধীরে ধীরে আমরা নারী হইয়ে উঠি। ছোট বেলা থেকেই আমরা গুছালো, পরিপাটি, টিপটপ। কোন কাজে আমাদের না নেই! তাই আমরা সব কাজেই পারদর্শী। ছোট বেলা থাকেই আমাদের চারিপাশ, পরিবেশ, প্রতিবেশের সাথে সংগ্রাম করে বড় হওতে হয়। তাই আমরা কিছুটা সাহসী। তারপরও আমরা কোথায় যেন একটু পিছিয়ে যাই! আমরা নিজেদের কথা, অনুভূতি, অভিজ্ঞতা, জীবন - সংগ্রামের গল্প, সফতার গল্প বলতে পারি না। আর সংকোচ নয়, ভয় নয়! এবার আমাদের জন্য আছে নারী প্রাঙ্গণ! আমরা এখানে মন খুলে, হৃদয় খুলে কথা বলতে পারি, প্রাণ খুলে লিখতে পারি। এবার নিজেরাই নিজেদের কথা লিখব। নারী প্রাঙ্গণ - Women Corner নারীদের জন্য একটি প্লাটফর্ম যেখানে নারীরা তাঁদের অনুভূতি, অভিজ্ঞতা, জীবনের সংগ্রাম এবং সফলতার গল্প লিখে কিংবা ভিডিও আড্ডায় সহভাগিতা করে আরও বিলিয়ন বিলিয়ন নারীদের অনুপ্রাণিত, উৎসাহিত এবং উদ্বুদ্ধ করতে পারেন। এখানে এবং ফেইসবুক পেইজে আপনাদের লেখা ছাপা হবে, সহভাগিতা করা হবে অগণিত সফল নারীদের গল্প। নারী প্রাঙ্গণ ফেইসবুক পেইজটি লাইক দিয়ে আপনি যুক্ত হওতে পা...
Comments
Post a Comment