আমি কি পারব? আমার দ্বারা কি কম্পিউটার প্রোগ্রামিং শেখা হবে? আমার তো সাইন্স, ম্যাথ, ফিজিক্স জানা নেই! এমন অনেক চিন্তা আমরা প্রায়শই করি। তার কারণ অনেক। আমাদের চারিপাশের অনেক মানুষ থাকেন, যারা প্রতিনিয়ত আমাদের কে কানের কাছে বলতে থাকেন, "কম্পিউটার প্রোগ্রামিং শেখার জন্য ম্যাথ জানা লাগবে, ফিজিক্স, ক্যামেস্ত্রি জানতে হবে!"
আসলেই কি এগুলো সত্যি?
উত্তর হচ্ছে, না! আপনি যদি যোগবিয়োগ, ভাগ-গুন করতে জানেন, তবে কম্পিউটার প্রোগ্রামিং শেখার জন্য যথেষ্ট! তবে হ্যাঁ, ম্যাথ জানা থাকলে জটিল বিষয়গুলো দ্রুত বুঝা যাবে। কিন্তু এর মানে এই না যে আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন না, কিংবা আপনি কম্পিউটার প্রোগ্রামিং বুঝবেন না।
নারী প্রাঙ্গণ বেইসিক কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, বেইসিক সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং ফান্ডামেন্টালস প্রতি সপ্তাহে একদিন ফ্রি পড়াচ্ছে। এগুলো শেখার জন্য আপনার ইচ্ছা শক্তিই যথেষ্ট!
আপনি যদি এগুলো আমাদের কাছে ফ্রি শিখতে চান, তবে আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে এখনি যুক্ত হোন। সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে এখনি যুক্ত হতে এখানে ক্লিক করে চট জলদি লাইক দিয়ে রাখুন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Comments
Post a Comment