নারী প্রাঙ্গণ - Women Corner নারীদের জন্য একটি প্লাটফর্ম যেখানে নারীরা তাঁদের অনুভূতি, অভিজ্ঞতা, জীবনের সংগ্রাম এবং সফলতার গল্প লিখে কিংবা ভিডিও আড্ডায় সহভাগিতা করে আরও বিলিয়ন বিলিয়ন নারীদের অনুপ্রাণিত, উৎসাহিত এবং উদ্বুদ্ধ করতে পারেন।
এখানে এবং ফেইসবুক পেইজে আপনাদের লেখা ছাপা হবে, সহভাগিতা করা হবে অগণিত সফল নারীদের গল্প। নারী প্রাঙ্গণ ফেইসবুক পেইজটি লাইক দিয়ে আপনি যুক্ত হওতে পারেন আমাদের সাথে। নারী প্রাঙ্গণ নারীদের নিয়ে, নারীদের দ্বারা পরিচালিত।
প্রাঙ্গণ ফেইসবুক পেইজটি লাইক দিতে এখানে ক্লিক করুন।
আমাদের কর্মসূচিঃ
- নারীদের জন্য গঠন মূলক লেখা ছাপা এবং সেই লেখাগুলো লক্ষ-কোটি নারী পাঠকদের কাছে পৌঁছে দেওয়া
- সফল নারীদের গল্প সহভাগিতা করে বিলিয়ন বিলিয়ন নারীদের অনুপ্রাণিত করা
- নারীদের ফ্রি বেইসিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া
- ফ্রি বেইসিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া
- ফ্রি ইন্টার্নশিপ করে আইটি ইন্ডাস্ট্রি সম্পর্কে জ্ঞান অর্জন
- ফ্রি পরামর্শ
- ছাত্রীদের জন্য ফ্রি পরামর্শ
- ফ্রি বেইসিক কম্পিউটার প্রোগ্রামিং কোর্সের আয়োজন করা
- বছর শেষে সেরা গল্প বলিয়ে এবং লিখিয়ে পুরস্কার
- বছর ব্যাপী গান, নৃত্য ও যন্ত্র সঙ্গীত প্রতিযোগিতা; প্রথম ১০ জনের জন্য আকর্ষণীয় পুরস্কার
উল্লেখ্য, নারী প্রাঙ্গণ - Women Corner পেইজ, ব্লগ এবং ইউটিউব চ্যানেলটি Cyber Solutions এবং N Ecom Business Solutions (বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র)- এ কর্মরত সকল নারী ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিষ্টদের দ্বারা পরিচালিত। আমরাও আমাদের জীবন-সংগ্রাম এবং সফলতার গল্প আপনাদের সাথে সহভাগিতা করতে চাই। আমরা চাই আরও লক্ষ-কোটি নারী আইটি জগতে পা রাখুক, অবদান রাখুক পরিবার, সমাজ, দেশ এবং এই সুন্দর পৃথিবীর জন্য। আমরা আছি আপনাদের পাশে।
এবার হাত টি বাড়িয়ে দিন!
Comments
Post a Comment