Skip to main content

About Us

 নারী প্রাঙ্গণ - Women Corner নারীদের জন্য একটি প্লাটফর্ম যেখানে নারীরা তাঁদের অনুভূতি, অভিজ্ঞতা, জীবনের সংগ্রাম এবং সফলতার গল্প লিখে কিংবা ভিডিও আড্ডায় সহভাগিতা করে আরও বিলিয়ন বিলিয়ন নারীদের অনুপ্রাণিত, উৎসাহিত এবং উদ্বুদ্ধ করতে পারেন। 

এখানে এবং ফেইসবুক পেইজে আপনাদের লেখা ছাপা হবে, সহভাগিতা করা হবে অগণিত সফল নারীদের গল্প। নারী প্রাঙ্গণ ফেইসবুক পেইজটি লাইক দিয়ে আপনি যুক্ত হওতে পারেন আমাদের সাথে। নারী প্রাঙ্গণ নারীদের নিয়ে, নারীদের দ্বারা পরিচালিত। 

প্রাঙ্গণ ফেইসবুক পেইজটি লাইক দিতে এখানে ক্লিক করুন। 

আমাদের কর্মসূচিঃ 

  • নারীদের জন্য গঠন মূলক লেখা ছাপা এবং সেই লেখাগুলো লক্ষ-কোটি নারী পাঠকদের কাছে পৌঁছে দেওয়া 
  • সফল নারীদের গল্প সহভাগিতা করে বিলিয়ন বিলিয়ন নারীদের অনুপ্রাণিত করা 
  • নারীদের ফ্রি বেইসিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া 
  • ফ্রি বেইসিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া 
  • ফ্রি ইন্টার্নশিপ করে আইটি ইন্ডাস্ট্রি সম্পর্কে জ্ঞান অর্জন 
  • ফ্রি পরামর্শ 
  • ছাত্রীদের জন্য ফ্রি পরামর্শ 
  • ফ্রি বেইসিক কম্পিউটার প্রোগ্রামিং কোর্সের আয়োজন করা 
  • বছর শেষে সেরা গল্প বলিয়ে এবং লিখিয়ে পুরস্কার 
  • বছর ব্যাপী গান, নৃত্য ও যন্ত্র সঙ্গীত প্রতিযোগিতা; প্রথম ১০ জনের জন্য আকর্ষণীয় পুরস্কার 
উল্লেখ্য,  নারী প্রাঙ্গণ - Women Corner পেইজ, ব্লগ এবং ইউটিউব চ্যানেলটি  Cyber Solutions এবং N Ecom Business Solutions (বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র)- এ কর্মরত সকল নারী ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিষ্টদের দ্বারা  পরিচালিত। আমরাও আমাদের জীবন-সংগ্রাম এবং সফলতার গল্প আপনাদের সাথে সহভাগিতা করতে চাই। আমরা চাই আরও লক্ষ-কোটি নারী আইটি জগতে পা রাখুক, অবদান রাখুক পরিবার, সমাজ, দেশ এবং এই সুন্দর পৃথিবীর জন্য। আমরা আছি আপনাদের পাশে। 

এবার হাত টি বাড়িয়ে দিন! 



Comments

Popular posts from this blog

আমাদের যত কর্মসূচি

 নারীদের জন্য আমাদের বছর জুড়ে বেশ কিছু কর্মসূচি রয়েছে। এখানে যে কেউ যুক্ত হতে পারেন। যুক্ত হবার জন্য আপনাকে প্রথমে নারী প্রাঙ্গণ ফেইসবুক পেইজে লাইক দিয়ে এর পোস্টগুলো মনযোগ দিয়ে পড়তে হবে।  নারীদের জন্য আমাদের কর্মসূচি গুলো হলঃ ফ্রি বেইসিক কম্পিউটার প্রশিক্ষণ  ফ্রি বেইসিক ইংলিশ কোর্স  ফ্রি বেইসিক কম্পিউটার প্রোগ্রামিং কোর্স  ফ্রি বেইসিক ফ্রিল্যান্সিং কোর্স  ফ্রি ইন্টার্নশিপের ব্যবস্থা  বছর ব্যাপী সঙ্গীত-নৃত্য-যন্ত্রসঙ্গীত প্রতিযোগিতা ; সেরা ১০ জনের জন্য আকর্ষণীয় পুরস্কার  বছর ব্যাপী নারীদের লেখা ফ্রি ছাপানোর ব্যবস্থা  বাছাই করা লেখাগুলো ২১ বইমেলায় বই আকারে প্রকাশনা  সেরা লেখার জন্য ১০ জনকে আকর্ষণীয় পুরস্কার  আপনার জীবনসংগ্রাম ও সফলতার গল্প বিলিয়ন নারীদের শোনানোর ব্যবস্থা  এম্পাওয়ারিং উইমেন  আর কী চাই? দেরী না করে আজই লেখা শুরু করে দিন। যত খুশি লিখুন। আমাদের শব্দের কোন লিমিট নেই। কলম খুলে লিখুন।  লেখা শেষ হলে আমাদের ফেইসবুক পেইজে একটা লাইক দিয়ে ইনবক্সে আপনার লেখা পাঠিয়ে দিন। আমাদের ফেইসবুক পেইজে যেতে  এখানে ক্লিক কর...

নারী, কম্পিউটার প্রোগ্রামিং শিখবে তুমিও!

আমি কি পারব? আমার দ্বারা কি কম্পিউটার প্রোগ্রামিং শেখা হবে? আমার তো সাইন্স, ম্যাথ, ফিজিক্স জানা নেই! এমন অনেক চিন্তা আমরা প্রায়শই করি। তার কারণ অনেক। আমাদের চারিপাশের অনেক মানুষ থাকেন, যারা প্রতিনিয়ত আমাদের কে কানের কাছে বলতে থাকেন, "কম্পিউটার প্রোগ্রামিং শেখার জন্য ম্যাথ জানা লাগবে, ফিজিক্স, ক্যামেস্ত্রি জানতে হবে!" আসলেই কি এগুলো সত্যি?  উত্তর হচ্ছে, না! আপনি যদি যোগবিয়োগ, ভাগ-গুন করতে জানেন, তবে কম্পিউটার প্রোগ্রামিং শেখার জন্য যথেষ্ট! তবে হ্যাঁ, ম্যাথ জানা থাকলে জটিল বিষয়গুলো দ্রুত বুঝা যাবে। কিন্তু এর মানে এই না যে আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন না, কিংবা আপনি কম্পিউটার প্রোগ্রামিং বুঝবেন না।  নারী প্রাঙ্গণ বেইসিক কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, বেইসিক সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং ফান্ডামেন্টালস প্রতি সপ্তাহে একদিন ফ্রি পড়াচ্ছে। এগুলো শেখার জন্য আপনার ইচ্ছা শক্তিই যথেষ্ট!  আপনি যদি এগুলো আমাদের কাছে ফ্রি শিখতে চান, তবে আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে এখনি যুক্ত হোন। সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।  আমাদের ফেইসবুক ...

আমরা নারী সব পারি

 আমরা নারী, সব পারি!  "যে রাঁধে, সে চুলও বাঁধে' অনেক পুরনো কথা। জন্মের পড় থেকে ধীরে ধীরে আমরা নারী হইয়ে উঠি। ছোট বেলা থেকেই আমরা গুছালো, পরিপাটি, টিপটপ। কোন কাজে আমাদের না নেই! তাই আমরা সব কাজেই পারদর্শী। ছোট বেলা থাকেই আমাদের চারিপাশ, পরিবেশ, প্রতিবেশের সাথে সংগ্রাম করে বড় হওতে হয়। তাই আমরা কিছুটা সাহসী। তারপরও আমরা কোথায় যেন একটু পিছিয়ে যাই! আমরা নিজেদের কথা, অনুভূতি, অভিজ্ঞতা, জীবন - সংগ্রামের গল্প, সফতার গল্প বলতে পারি না।   আর সংকোচ নয়, ভয় নয়! এবার আমাদের জন্য আছে নারী প্রাঙ্গণ! আমরা এখানে মন খুলে, হৃদয় খুলে কথা বলতে পারি, প্রাণ খুলে লিখতে পারি। এবার নিজেরাই নিজেদের কথা লিখব।  নারী প্রাঙ্গণ - Women Corner নারীদের জন্য একটি প্লাটফর্ম যেখানে নারীরা তাঁদের অনুভূতি, অভিজ্ঞতা, জীবনের সংগ্রাম এবং সফলতার গল্প লিখে কিংবা ভিডিও আড্ডায় সহভাগিতা করে আরও বিলিয়ন বিলিয়ন নারীদের অনুপ্রাণিত, উৎসাহিত এবং উদ্বুদ্ধ করতে পারেন।  এখানে এবং ফেইসবুক পেইজে আপনাদের লেখা ছাপা হবে, সহভাগিতা করা হবে অগণিত সফল নারীদের গল্প। নারী প্রাঙ্গণ ফেইসবুক পেইজটি লাইক দিয়ে আপনি যুক্ত হওতে পা...