নারীদের জন্য আমাদের বছর জুড়ে বেশ কিছু কর্মসূচি রয়েছে। এখানে যে কেউ যুক্ত হতে পারেন। যুক্ত হবার জন্য আপনাকে প্রথমে নারী প্রাঙ্গণ ফেইসবুক পেইজে লাইক দিয়ে এর পোস্টগুলো মনযোগ দিয়ে পড়তে হবে।
নারীদের জন্য আমাদের কর্মসূচি গুলো হলঃ
- ফ্রি বেইসিক কম্পিউটার প্রশিক্ষণ
- ফ্রি বেইসিক ইংলিশ কোর্স
- ফ্রি বেইসিক কম্পিউটার প্রোগ্রামিং কোর্স
- ফ্রি বেইসিক ফ্রিল্যান্সিং কোর্স
- ফ্রি ইন্টার্নশিপের ব্যবস্থা
- বছর ব্যাপী সঙ্গীত-নৃত্য-যন্ত্রসঙ্গীত প্রতিযোগিতা ; সেরা ১০ জনের জন্য আকর্ষণীয় পুরস্কার
- বছর ব্যাপী নারীদের লেখা ফ্রি ছাপানোর ব্যবস্থা
- বাছাই করা লেখাগুলো ২১ বইমেলায় বই আকারে প্রকাশনা
- সেরা লেখার জন্য ১০ জনকে আকর্ষণীয় পুরস্কার
- আপনার জীবনসংগ্রাম ও সফলতার গল্প বিলিয়ন নারীদের শোনানোর ব্যবস্থা
- এম্পাওয়ারিং উইমেন
আর কী চাই? দেরী না করে আজই লেখা শুরু করে দিন। যত খুশি লিখুন। আমাদের শব্দের কোন লিমিট নেই। কলম খুলে লিখুন।
লেখা শেষ হলে আমাদের ফেইসবুক পেইজে একটা লাইক দিয়ে ইনবক্সে আপনার লেখা পাঠিয়ে দিন। আমাদের ফেইসবুক পেইজে যেতে এখানে ক্লিক করুন।
Comments
Post a Comment